বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার এক সংস্কৃতিবান ব্রাহ্ম-পিরালী জমিদার পরিবারে । তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, চিত্রকর ও দার্শনিক। তাঁকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ বা ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়। তাঁর ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন প্রকাশিত হয়। এবং ৯৫টি ছোটগল্প ও ১,৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত। তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত সব রচনা গ্রন্থাকারে ৩২ খণ্ডে ‘রবীন্দ্র রচনাবলী’ নামে এবং উনিশ খণ্ডে চিঠিপত্র ‘পত্রসাহিত্য’ নামে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছেন। তাঁর রচনা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে তাঁর জীবনাবসান হয়।