সিউল আহমেদের জন্ম, শৈশব ও নেড়ে ওঠা ঢাকাতেই। বাবা একজন সরকারি চাকুরীজীবী এবং মা একজন গৃহিণী হিসাবে কাজ করছেন। উচ্চশি সাংবাদিকতায় । স্কুল ও কলেজ ছিলো রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ, যা বর্তমানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ নামে পরিচিত। বেসর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব থেকে গণমাধ্যম ও সাংবাদিকতায় অনার্স সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোন্যাল ও সোস্যাল পলিসি'র উপরে মাস্টার্স সম্পন্ন করে। পরবর্তীতে সাউথ এশিয়া ফাউন্ডেশন-সাফ স্কলারশিপ নিয়ে ভারতের চেন্নাইয়ে অবস্থিত এশিয়ান কলেজ অব জার্নালিজমে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপোমা করেন। সাংবাদিকতা পড়াশোনার সময়েই শর্ট ফিল্ম, ফটোগ্রাফি নিয়ে কাজ শুরু করেন তিনি। বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন । এরপর দীপ্ত টিভিতে জয়েন করেন তিনি ২০১৮ সালের নির্বাচনের আগেই যোগ দেন নিউজ টুয়েন্টিফোরে। বর্তমানে বাংলাদেশের প্রথম নিজনে টেলিভশন এখন টিভিতে সাংবাদিক হিসাবে করেছেন। সাংবাদিকতা ক্যারিয়ারে পেয়েছেন নাক স্কলারশিপ, সাইবার ক্রাইম এওয়ার্নেস ফেলোশিপ এওয়ার্ড। এছাড়াও পেয়েছেন সাউথ এশিয়া ফেলোশিপ এওয়ার্ড । এছাড়াও ইয়েনেদিস্তু দ্যা পোলেন অফ আফ্রিকা' নামে একটি অনুমেন্টারিও তৈরি করেছেন তিনি। বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শি ক হিসাবেও কাজ করছেন।

Showing 1-1 of 1 Books