জুল ভার্ন যদিও প্রায় দেড়শ বছর আগে ফরাসি ভাষায় সাহিত্য রচনা করেছিলেন, কিন্তু তাঁর বইগুলো আজও বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ। কাহিনী বর্ণনায় আর সংলাপে হাস্য-কৌতুকের অবতারণা করে তিনি খুঁজে নিতেন কিছু অধ্যবসায়ী কিন্তু দুরন্ত, কল্পনাপ্রবণ ও দুঃসাহসী চরিত্র-যারা দেশ-বিদেশের কত না জায়গায় অভিযানে যেত। ভাবলে অবাক লাগে, এসব বইয়ে জুল ভার্ন বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের কাহিনী লিখলেও, বাস্তব জীবনে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন না। পেশায় ছিলেন একজন আইনজীবী-তরুণ বয়সেই সেই জীবিকা ত্যাগ করে তিনি সাহিত্য রচনাকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন। তাঁর বইগুলোতে বিজ্ঞানের যে সব উপপাদ্য গল্পচ্ছলে উপস্থাপন করেছেন, পরবর্তীতে বিজ্ঞানীরা সেই সব ধারণার বাস্তবায়ন করে পৃথিবীকে নতুন নতুন আবিষ্কার উপহার দিয়েছেন। জুল ভার্নের অন্যতম মহৎ সৃষ্টি হলো 'আশি দিনে পৃথিবী ভ্রমণ'-উপন্যাসটিতে একজন ইউরোপীয় তাঁর কয়েকজন সুহৃদের সঙ্গে বাজি ধরে কীভাবে পৃথিবীর একপ্রান্ত থেকে যাত্রা করে মাত্র ৮০ দিনে ফিরে আসেন-সেই দুঃসাহসিক অভিযানের কাহিনী বলা হয়েছে। বইটিতে তিনি যেমন তৎকালীন পৃথিবীর ভূগোল সম্পর্কে সম্যক ধারণার দৃষ্টান্ত রেখেছেন-তেমনি পৃথিবীর প্রতিটি মহাদেশ, দেশের জনগণের ইতিহাস-রাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে অগাধ জ্ঞানের পরিচয় দিয়ে কাহিনীকে জীবন্ত করে তুলেছেন। তাঁর এসব দুঃসাহসিক অভিযানের কাহিনী বহু ভাষায় অনূদিত হয়েছে, এবং নির্মিত হয়েছে অজস্র চলচ্চিত্রও।

Showing 1-2 of 2 Books