বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি ও গীতিকার। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে তাঁর সৃষ্টির যে প্রাচুর্যতা ও বৈচিত্র্যময়তা, সেটা তুলনাহীন। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯২২ সালে ব্রিটিশ সরকার তাঁকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে সমাধিক পরিচিত। ১৯৪২ সালে আকস্মিকভাবে মারাত্মক স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে তাঁর সাহিত্যচর্চার অবসান হয়। ১৯৬০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত করা হয়। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। তাঁর রচিত "চল্‌ চল্‌ চল্‌, / ঊর্ধ গগনে বাজে মাদল" বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। ১৯৭৬ সালে মৃত্যু অবধি সুদীর্ঘ ৩৪ বছর তাঁকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়।

Showing 1-2 of 2 Books