জন্ম ১৯৫৫ সালে। তদানিন্তন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার ঢাকা সদর উত্তর মহকুমায়। যা এখন নরসিংদী জেলার সদর উপজেলা। শীতলক্ষ্যার পাড়ে নদী-খাল-বিল-ঝিল আর বনবাদারের ঐ সময়কার প্রাকৃতিক নৈসর্গে। পাকিস্তানী স্বৈরাশাসনের বিরুদ্ধে ১৯৬৯ এর ছাত্র গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহন করেছেন তিনি। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। পাকিস্তানি বাহিনী হাতে ধরা পড়ে অলৌকিকভাবে বেঁচে এসেছেন। পড়ালেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে। কলেজে অর্থনীতি পড়িয়েছেন। ১৯৮২ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাচে চাকরি করেছেন। বর্তমানে লেখালেখি আর গবেষনায় নিয়জিত। লেখালেখি সেই ছাত্রজীবন থেকে। দেশ, মাটি ও মানুষ তাঁর লেখার প্রধান উপজীব্য। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা উনত্রিশ। বাংলাদেশের আমলাতন্ত্র, আমলাতন্ত্রের অন্দরমহলে ত্রিশ বছর, বাংলাদেশের অর্থনীতির কালোজগৎ, মুক্তিযুদ্ধে নরসিংদী ও দাসপ্রথা এদের মধ্যে অন্যতম।

Showing 1-19 of 19 Books