তেৎসুকো কুরোয়ানাগির জন্ম টোকিওতে, ১৯৩৩ সালে। তিনি টোকিও সঙ্গীত মহাবিদ্যালয়ে অপেরা সঙ্গীত বিষয়ে লেখাপড়া করেন ও তালিম নেন। কিন্তু পরবর্তীতে হয়ে ওঠেন একজন অভিনয়শিল্পী ও রেডিও-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক। দর্শকদের ভোটে পরপর টানা পাঁচ বছর তিনি জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন-ব্যক্তিত্ব মনোনীত হন। লেখক তেৎসুকো কুরোয়ানাগির জীবন ও কর্ম দেখে বোঝা যায় রেলগাড়ি ইশকুলের প্রধানশিক্ষক মশাই নিজ হাতে কত সুন্দর একটি গাছের চারা রোপণ করে গেছেন, যা এখন ফুলে ফুলে শোভিত। ‘তোত্তোচান’ ১৯৮১ সালে বই আকারে প্রকাশিত হয়। তার আগে এটি ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশ হচ্ছিল। পরবর্তীতে বইটির অনুবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ‘তোত্তোচান’ আমাদের দুই বাংলায়ও অনূদিত হয়েছে। বইটি পৃথিবীর সব দেশের পাঠকের চিন্তাজগতে দাগ কেটেছে। কারণ এই বই আমাদের দেখিয়ে দেয় শিশুদের শিক্ষাব্যবস্থা নিয়ে কত সুন্দর চিন্তাভাবনা করা সম্ভব, যেমন করতেন প্রধানশিক্ষক সোশাকু কোবাইয়াশি। লেখক আমাদের জানিয়েছেন কোবাইয়াশি মশাই খুব তেতো একটি কথা বলতেন—শিশুরা জন্মায় খুব ভালো মানুষ হিসেবে, কিন্তু বড়োদের কুপ্রভাব তাদের স্বভাব বদলে দেয়, তাই শিশুদের সম্পূর্ণ স্বাধীন মানুষ হিসেবে চিন্তা করতে দেওয়াই মানবিক শিক্ষাব্যবস্থার মূল।

Showing 1-3 of 3 Books