বিক্রমপুরের সোনারঙ গ্রামের এক বিশিষ্ট বুদ্ধিজীবী পরিবারে ১৯০৭ সালে সত্যেন সেনের জন্ম। অল্প বয়সেই তিনি অসহযোগ আন্দোলনে ও পরে সন্ত্রাসবাদী দলে যোগ দেন। ছাত্রজীবন শেষ হতে না হতেই তাঁর জেল-জীবনের শুরু। ১৯৩১ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি রাজবন্দী হিসেবে বিভিন্ন জেলে আটক থাকেন। জেলে বসেই তিনি এম.এ পরীক্ষায় উর্ত্তীণ এবং মার্কসবাদকে জীবনদর্শন হিসেবে গ্রহণ করেন। ১৯৩৯ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি কৃষক আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বহু গণসংগীত রচনা করেন। ১৯৪৯ সালে তিনি আবার গ্রেফতার হন এবং ১৯৫৩ সাল পর্যন্ত কারাগারে আটক থাকেন। কিছুদিন মুক্ত থাকার পর ১৯৫৪ সালে তিনি আবার কারাবরণ করেন এবং ১৯৫৫ সালে মুক্তি পান। ১৯৫৭ সালে সত্যেন সেন ‘মহাবিদ্রোহের কাহিনী’ রচনা করেন। ১৯৫৮ সালের অক্টোবর থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। ১৯৬৫ সালে পুনরায় গ্রেফতার হন এবং ১৯৬৭ সালের শুরুতে মুক্তি পান। কারান্তরালেই তিনি অধিকাংশ বই লেখেন। ১৯৬৯ সাল সত্যেন সেনের ছ’টি বই প্রকাশিত হয়। ১৯৭০-এ প্রকাশিত হয় এগারটি, ১৯৭১-এ তিনটি। শেষ বয়সে দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও সহকারীদের সাহায্যে তিনি অনেক বই লিখেছেন। ১৯৮১ সালের ৫ জানুয়ারি এই মানবদরদী সাহিত্যিক পরলোক গমন করেন।