কবি ও গণিতজ্ঞ বিনয় মজুমদার (১৯৩৪–২০০৬) বাংলা কবিতার এক অনন্য প্রতিভা, যিনি যুক্তি, গণিত, অনুভূতি ও ভাষার জটিল রসায়নকে কাব্যের পরিসরে এমনভাবে প্রয়োগ করেছেন যে বাংলা সাহিত্য তাকে একটি স্বতন্ত্র ধ্রুবতারা হিসেবে চিহ্নিত করেছে। তাঁকে প্রাযুক্তিক কবি, প্রেমের কবি, আবার একইসঙ্গে গভীর চেতনার কবি—সব হিসেবেই দেখা যায়। বিজ্ঞানমনস্কতা ও কাব্যিক সংবেদনশীলতার যে যুগলবন্দি তাঁর কবিতায় দেখা যায়, তা বাংলা কাব্যভুবনে বিরল। তাঁর জন্মস্থান বার্মা আর পৈতৃক ভিটা ফরিদপুর, পরে তাঁর পরিবার পশ্চিমবঙ্গের ঠাকুর নগরে বসবাস শুরু করেন। গণিতের ছাত্র হিসেবে তাঁর বিশ্লেষণী চিন্তা কবিতায় প্রতিফলিত হয়েছে নিখাদ যৌক্তিকতা, বিন্যাস, পুনরাবৃত্তি ও বিমূর্ততার মাধ্যমে। তাঁর সবচেয়ে আলোচিত গ্রন্থ ফিরে এসো, চাকা; অঘ্রাণের অনুভূতিমালা, আমিই গণিতের শূন্য, বাল্মিকীর কবিতা প্রভৃতি।