ঋত্বিক ঘটক বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং নাট্যকার ও গল্প লেখক। তাঁর জন্ম ১৯২৫ সালের ৪ নভেম্বর পূর্ববঙ্গের ঢাকা শহরের ঋষিকেশ দাস লেনে। তাঁর মায়ের নাম ইন্দুবালা দেবী এবং বাবা সুরেশ চন্দ্র ঘটক। দেশভাগের পরে তাঁর পরিবার কলকাতায় চলে যায়। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত হয়েছিলেন। ১৯৪৬ সালে রাজশাহী কলেজ থেকে তিনি আইএ এবং ১৯৪৮ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৫০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ কোর্স শেষ করেও পরীক্ষা দেননি। ১৯৫১ সালে তিনি ভারতীয় গণনাট্য সংঘে যোগদান করেন। এসময় তিনি নাটক রচনা, পরিচালনা ও অভিনয় করেন এবং বের্টোল্ট ব্রেশ্ট ও নিকোলাই গোগোল—এর রচনাবলি বাংলায় অনুবাদ করেন। ঋত্বিক ঘটক ১৯৬৫ সালে স্বল্প সময়ের জন্য পুনেতে বসবাস করেন। এসময় তিনি ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেন ও পরবর্তীতে ভাইস—প্রিন্সিপাল হন। চলচ্চিত্র নাগরিক (১৯৫২, মুক্তি ১৯৭৭), অযান্ত্রিক (১৯৫৮), বাড়ি থেকে পালিয়ে (১৯৫৮), মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১), সুবর্ণরেখা (১৯৬২), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৭)। সাহিত্যকর্ম দলিল (১৯২৫), জ্বালা (নাটক), চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু (১৯৭৬), ঋত্বিক ঘটকের গল্প (১৯৮৭)। সম্মাননা ১৯৬৯ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। ১৯৭৫ সালে যুক্তি তক্কো আর গপ্পো চলচ্চিত্রের কাহিনীর জন্য ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।

Showing 1-1 of 1 Books