জাহীদ রেজা নূর পড়াশোনা করেছেন ভাষাতত্ত্বে। এমএ ও পিএইচডি করেছেন রাশিয়া থেকে। রুশ ভাষা ভালো জানেন। রুশ থেকে অনুবাদ করেছেন অনেকগুলো বই। শিশুদের জন্য লিখেছেন বিস্তর। পেশা সাংবাদিকতা। বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় ও ফিচার বিভাগে কাজ করেছেন। ফিচার বিভাগে কাজ করেছেন টানা ১৭ বছর। নানা স্বাদের ফিচার লিখেছেন। উচ্চারণ ও আবৃত্তি নিয়ে আগ্রহ আছে তাঁর। ছায়ানট ও কণ্ঠশীলন সংগঠনে এই বিষয়ে ক্লাস নিয়ে থাকেন। ভাষা, সাহিত্য ও ইতিহাস নিয়ে গবেষণা করেন। বিশ্বসাহিত্যের নানা আকর্ষণীয় বিষয়ে ফিচার লিখে থাকেন। বইয়ের জগতে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি। শিশুতোষ বই থেকে শুরু করে বড়দের গুরুগম্ভীর বই পর্যন্ত যাতায়াত তাঁর। মুক্তিযুদ্ধে শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সপ্তম পুত্র। স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁর সংসার।

Showing 1-1 of 1 Books