জন্ম ১৯৬৮ সালের জামালপুরে। তবে চার দশক থেকে রংপুরে বসবাস করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে বিএ অনার্স, এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে একটি কলেজে শিক্ষকতা করেন। লেখালেখির সঙ্গে যুক্ত। আট বছর থেকে নিয়মিতভাবে ‘মননরেখা’ নামে একটি ষাণ্মাসিক শিল্প-সাহিত্য বিষয়ক সাহিত্য জার্নাল সম্পাদনা ও প্রকাশ করছেন। ‘মননরেখা’ ইতোমধ্যে দেশবিদেশে পাঠকপ্রিয়তা লাভ করেছে। পত্রিকাটির জন্য ২০২২ সালে তিনি ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা’ লাভ করেন। সম্প্রতি ‘ফিরে দেখা’, রংপুর সাহিত্য উৎসব পদক ২০২৫ লাভ করেছেন। তিনি পত্র-পত্রিকা ও দেশবিদেশের বিভিন্ন জার্নালেও লিখে থাকেন। প্রকাশিত গল্পগ্রন্থ: ‘সেইসব মানুষ’ (২০১৭, ঐতিহ্য প্রকাশনী), ‘অক্টোবর ও অন্যান্য গল্প’ (২০১৯, ঐতিহ্য প্রকাশনী)।

Showing 1-2 of 2 Books