ভানুদেব দত্তের জন্ম ১৯৩৬ সালে তৎকালীন পূর্ববঙ্গের যশোরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। ছাত্র আন্দোলন ও কর্মচারী আন্দোলনের মধ্যে দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টিতে প্রবেশ। তিনি তেত্রিশ বছর সিপিআই-এর পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সদস্য ছিলেন, যার মধ্যে দশ বছর ছিলেন রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ছয় বছর রাজ্য কন্ট্রোল কমিশনের সদস্য। গণসংগঠন হিসাবে যুক্ত আছেন মৈত্রী আন্দোলনের সঙ্গে যার বর্তমান পর্বের নাম হল ভারতের সাংস্কৃতিক সহযোগিতা ও মৈত্রী সমিতি (ইসকাফ)। বর্তমানে তিনি এই সংগঠনের রাজ্য সভাপতি এবং সর্ব ভারতীয় চেয়ারম্যান। তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক ও মৈত্রী আন্দোলনের জীবনে লিখেছেন বহু প্রবন্ধ ও বই। কমিউনিস্ট পার্টির ইতিহাস এবং মৈত্রী আন্দোলনের ইতিহাস রচনার ক্ষেত্রে তিনি সর্বজনস্বীকৃত এক প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। নব্বই বছর বয়সেও এই কাজে তাঁর কোনো বিরাম নেই। লেখকের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: ☆ বাংলার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস অনুসন্ধান—পনেরো খণ্ড ☆ অবিভক্ত কমিউনিস্ট আন্দোলনে বাংলা ☆ ভারতের কমিউনিস্ট পার্টির সূচনাকাল ও প্রতিষ্ঠা বর্ষ ☆ সংগ্রামী কিউবা ☆ ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলিতে চীনের ভূমিকা ☆ মৈত্রী আন্দোলনের ইতিহাস—দুটি পর্ব ☆ এফএসইউ এবং ইসকাস ☆ কমিউনিসট ম্যানিফেস্টো পাঠ

Showing 1-1 of 1 Books