কবি আসাদ চৌধুরীর জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৪৩ সালে, বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ায়। পিতা মোহাম্মদ আরিফ চৌধুরী, মা সৈয়দা মাহমুদা বেগম ও স্ত্রী সাহানা বেগম। স্বাধীনতাপূর্ব সময়ে কিছুদিন কলেজে শিক্ষকতা করেছেন (১৯৬৪-৭২)। মুক্তিযুদ্ধের সময় ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে’ এবং ‘জয় বাংলা’ পত্রিকায় কাজ করেছেন। জার্মানির কোলনে ‘ভয়েস অব জার্মানি'র বাংলা বিভাগের সম্পাদক (১৯৮৫-৮৮) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমির পরিচালক পদ থেকে অবসর নিয়ে কানাডায় বসবাস করছিলেন। ১৯৭৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'তবক দেওয়া পান'। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী রচনা ও বিদেশি সাহিত্যের অনুবাদ করেছেন। তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন। তিনি কানাডায় চিকিৎসাধীন অবস্থায় ৫ অক্টোবর ২০২৩ সালে মৃত্যুবরণ করেন।