আশরাফ-উদ-দৌলা। কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BUET) এ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, পরবর্তীতে রেড ড্রাগনের জন্মভুমিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন করেছেন। মাইন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান অর্জনে তার গভীর অনুরাগ তাই জগত জুড়ে শান্তি ও সংঘাতের মৌলিক কার্যকারণে মাইন্ড ইঞ্জিনিয়ারিং-এর প্রভাব নিয়ে কাজ করছেন তিনি। ভার্চুয়াল স্পেস এদেশের শিশু-কিশোরদের হৃদয় ও আচরণ গঠনে কেমন প্রভাব ফেলছে সে বিষয়ে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ Ph.D প্রোগ্রামের গবেষক। মোটিভেশন, নেতৃত্ব ও আত্মোন্নয়ন বিষয়ে দক্ষতা অর্জনের কৌশল নিয়ে তার লেখা বইগুলো উদীয়মান প্রজন্মের মাঝে ইতোমধ্যেই অত্যন্ত সমাদৃত হয়েছে। এছাড়াও, দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে Leadership, Motivation, Self-esteem, Psychological Habit বিষয়ে তার নানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। লেখক গভীরভাবে বিশ্বাস করেন যে, 'Mental Habit বা মানসিক অভ্যাসগুলোই এঁকে দেয় প্রতিটি জীবনের সফলতা ও বিফলতার সীমারেখা আর শৈশবের প্রথম সাতটি বছরই Mental Habit গঠনের শ্রেষ্ঠ অধ্যায়।' তার মতে, ‘মানবসত্তা গঠনে জ্ঞান ও বিশ্বাসের প্রভাব অতি অল্পই কিন্তু বাল্যকালে গড়ে ওঠা আত্ম-মর্যাদাবোধের মানসিক অভ্যাসগুলোই নির্ধারণ করে ব্যক্তি তার পরিণত বয়সে কেমন নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করবে তার পরিচিহ্ন । শৈশবে মানুষ যা কিছু স্বপ্ন, কল্পনা ও পর্যবেক্ষণ করতে অভ্যস্ত হয় তেমন মানসিক অভ্যাসের পটভূমিতেই গড়ে ওঠে জাতিসত্তা।'