জন্মস্থান: মানিকগঞ্জ বাংলায় স্নাতকোত্তর,ক্যাপিটাল মার্কেট হিউম্যান রির্সোস ম্যানেজমেন্টে ডিপ্লোমা ইন পোষ্ট-গ্রাজুয়েট আঁখি কাজ করছেন একটি আর্থিক প্রতিষ্ঠানে। পরিব্রাজক আঁখি সিদ্দিকা জীবনকে সুন্দর এক গন্তব্য জেনেই অভিজ্ঞতার পরিভ্রমনের মধ্য দিয়ে সময়কে উদযাপন করেন। বাঁচেন তীব্রভাবে প্রতি মূর্হুতে। বাংলাদেশ পর্যটন শিল্পকে এগিয়ে নেবার জন্য তিনি ইকো ট্যুরিজম, কমিনিউটি ট্যুরিজম, রিভার ট্যুরিজম ও হেরিটেজ ট্যুরিজম নিয়ে র্দীঘদিন কাজ করছেন। সেই সূত্র ধরে তিনি সুন্দরবনের দাকোপ উপজেলার ঢেংমারী গ্রামকে কমিউনিটিকে ডেভলমেন্ট করার লক্ষ্যে তৈরি করেছেন ইকো রিসোর্ট , শিশুদের জন্য স্কুল, সেলাই প্রশিক্ষন কেন্দ্র ও স্বনির্ভর সুন্দরবন গড়ার লক্ষ্যে গড়ে তুলেছেন নোনাভূমি নামে সংগঠন। এছাড়া ভ্রমন বিষয়ক ক্লাব টুরিষ্ট ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করছেন। প্রকাশিত গ্রন্থ- ছায়াচর (কবিতা), বালক (কবিতা), নক্ষত্রের জলে কয়েকটি তারা(কবিতা),বিষন্ন সরাইখানা(কবিতা), গেলাস ভর্তি সমুদ্র (কবিতা), চড়ুইয়ের সাদা ডিম ভাঙ্গা দুপুরে, (গল্প), এবং তাহারা (প্রবন্ধ),অনুত্তর (পত্রপোন্যাস) ও বাংলা একাডেমি প্রকাশনা’ থেকে প্রকাশিত যৌথ গবেষনা গ্রন্থ খুলনা জেলার লোকসাহিত্য। আগাখান ফাউন্ডেশন থেকে প্রকাশিত শিশু-কিশোদের শিক্ষা সহপাঠ গ্রন্থ ‘সত্যিকারের বন্ধুত্ব’ দ্যু প্রকাশন থেকে প্রকাশিত শিশুদের জন্য গল্পের বই ‘নিরাপদে বেড়ে উঠি’ এছাড়া জাতীয় পাঠ্য পুস্তক বোর্ড ও সেইভ দ্যা চিলড্রেন কর্তৃক প্রকাশিত প্রাথমিক শিক্ষা সহপাঠ- ‘গীতা এখনও জেগে আছে’ । ২০০৯ সাল থেকে নিয়মিত সম্পাদনা করছেন ছোট কাগজ ‘মলাট’। আঁখি সিদ্দিকা বিশ্বাস করেন পথ তৈরি হয় চলতে গিয়ে।

Showing 1-1 of 1 Books