ফারাহ তাসকিন, প্রকৌশলী শেখ মোঃ শাহজাহান ও সাদিয়া আফরোজের দু-সন্তানের মধ্যে একমাত্র কন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স করেছে। পড়াশোনা চলাকালীন পরিবার থেকে উৎসাহ ও প্রেরণা পেয়েছে লেখালেখি ও সৃজনশীল কর্মকািন্ডের প্রতি। সে কারণেই ছোটবেলা থেকেই সাহিত্য ও শিল্পের প্রতি তার ঝোঁক এবং লেখালেখির জগতে প্রবেশ। অন্যান্য প্রকাশিত গ্রন্থ: উপন্যাস: অতীন্দ্রিয়, বৃহস্পতি তুঙ্গে, অনামিকার আংটি, লেখিকা, কয়েকটি খুনের কিনারা, এবং মা ও মেয়ের তিনটে উপন্যাস (যৌথ) কবিতা -ILLUMINATED IMAGERY, A SUDDEN DART OF EXTREME EMPTINESS গল্পগ্রন্থ- নির্জন রাতে, দুই প্রজন্মের গল্প (যৌথ) শিশুতোষ: আকাশ পরী মৎস্যকুমারী, জাদুর গালিচা।