নেভিল অ্যান্থনি মাসকারেনহাস ১৯২৮ সালের ১০ জুলাই গোয়ার বেলাগাঁওয়ে একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। পড়াশোনাসহ জীবনের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন করাচিতে। ১৯৪৭ সালে দেশভাগের সময় তিনি পাকিস্তানের নাগরিক হিসেবে থেকে যান। '৪৭ সাল থেকে রয়টার্স, পাকিস্তান সংবাদ সংস্থা (এপিপি), নিউইয়র্ক প্রভৃতি সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করেন। ১৯৬১ সাল থেকে তিনি দ্য মর্নিং নিউজে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে তিনি পত্রিকাটির সহসম্পাদক ছিলেন। একাধারে তিনি তখন দ্য সানডে টাইমসের পাকিস্তান প্রতিনিধিও ছিলেন। ১৯৭১ সালের ১৩ জুন দ্য সানডে টাইমসে প্রকাশিত তাঁর শীর্ষক নিবন্ধ থেকে বিশ্ববাসী প্রথম নিরপেক্ষ আন্তর্জাতিক গণমাধ্যম থেকে গণহত্যা সম্পর্কে জনতে পারে, যা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রতি বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে বিবিসিতে প্রচারিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত খুনিদের সাক্ষাৎকারটি তিনি গ্রহণ করেন। The Rape of Bangladesh, Bangladesh: A Legacy of Blood দুটি বিখ্যাত রচনা । মাসকারেনহাস তাঁর সাহসী প্রতিবেদন ও রচনার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত ও পুরস্কৃত হয়েছেন। ১৯৫২ সালে তিনি ইয়ন গারট্রুড ডিসুজারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক মেয়ে ও চার ছেলে রেখে ১৯৮৬ সালের ৩ ডিসেম্বর অ্যান্থনি মাসকারেনহাস ৫৮ বছর বয়সে মারা যান ।

Showing 1-3 of 3 Books